Bangla QR Payment & EMI

Bangla QR is the quickest mode for getting payments. The Bangla QR Code payment module has made the payment cycle a lot simpler, enabling cashless electronic payment transactions.

EMI এর কিছু শর্ত

  1. ৫০০০ (পাঁচ হাজার) টাকার বেশি মুল্যের যেকোনো পন্য ক্রয়ের ক্ষেত্রে EMI উপভোগ করা যাবে।
  2. ব্যাংকভেদে সর্বোচ্চ ৩৬(ছত্রিশ) মাস পর্যন্ত EMI এর সুবিধা উপভোগ করা যাবে।
  3. EMI এর অধীনে কোন পন্যের ক্যাশ প্রাইস (Cash Price), ডিস্কাউন্ট ও কোন ধরনের অফারের মুল্য প্রযোজ্য হবে না। এখানে উল্লেখ্য আমাদের সাইটে সকল পণ্যের ক্যাশ প্রাইস দেয়া আছে।
  4. এই মুহূর্তে ২৬টি প্রধান ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে EMI সুবিধা উপভোগ করা যাবে।
  5. EMI এর জন্য SSLCOMMERZ কর্তৃক ইএমআই চার্জ প্রযোজ্য যা ইএমআই এর সময়সীমার সাথে পরিবর্তনশীল।
  6. EMI সংক্রান্ত সকল প্রকার অফার যেকোনো সময় পরিবর্তন করার সকল প্রকার অধিকার XPLORER-CS সংরক্ষন করে।

EMI করবেন যে ভাবে!

  1. EMI করতে প্রথমে আপনার পছন্দের প্রডাক্ট সিলেক্ট করুণ।
  2. প্রডাক্ট COD তে অর্ডার করুণ।
  3. ডাইন সাইটের Pay Now বাটনে ক্লিক করে sslcommerz এর পেমেন্ট মেথরে প্রবেশ করুণ।
  4. COD অর্ডার এর টোটাল এমাউন্ট, আপনার অর্ডার করা নাম ও মোবাইল নাম্বার দিন এবং Proseed to Pay বাটনে ক্লিক করুণ। 
  5. এবার EMI: Banks & Tenures নামে একটি ব্যাংকের লিস্টের একটি পোপাপ আসবে সেখান থেকে আপনার ব্যাংক সিলেক্ট করুণ এবং Yes! Got It বাটনে ক্লিক করুণ। 
  6. এবার চাইলে আপনার নাম্বার ভেরিফাই করুণ অথবা skip করুণ ।
  7. এবার আপনার কার্ডের ইনফোর্মেশোন দিন।
  8. কার্ডের নাম্বারের সাথে AVAIL EMI নামক একটি অফশন আছে তাতে ক্লিক করে আপনার নির্দিষ্ট EMI সময় (মাস) সিলেক্ট করুণ এবং Pay বাটনে ক্লিক করে সাবমিট করে দিন। 
  9. এখন আপনার পেমেন্ট সাকসেসফুল হলে আমাদের প্রতিনিধি আপনার প্রডাক্ট ডেলিভারির প্রসেস শুরু করবেন।

EMI ব্যাংক তালিকা

Payment Methods All Bank