Your cart is empty, and it looks like you haven’t added anything yet.
না, Intel এখন আর 1st থেকে 6th Gen প্রসেসর নতুনভাবে তৈরি করে না।
Intel-এর প্রসেসর ম্যানুফ্যাকচারিং টাইমলাইন অনুযায়ী:
জেনারেশনকোডনেমরিলিজ ইয়ারস্ট্যাটাস | |||
1st Gen | Nehalem/Westmere | 2008–2010 | Discontinued |
2nd Gen | Sandy Bridge | 2011–2012 | Discontinued |
3rd Gen | Ivy Bridge | 2012–2013 | Discontinued |
4th Gen | Haswell | 2013–2014 | Discontinued |
6th Gen | Skylake | 2015–2016 | Discontinued |
👉 অর্থাৎ ইন্টেল 6th Gen-এর পর থেকে এই পুরাতন জেনারেশনগুলোর প্রোডাকশন পুরোপুরি বন্ধ করে দিয়েছে, তাই এখন এসব নতুন পাওয়া যায় না। বাজারে যা আছে, সবই পুরাতন (used/refurbished/stock clearance)।
এই পুরোনো জেনারেশনগুলো এখনো নিম্নবিত্ত বা মিড-লেভেল মার্কেটগুলোতে ব্যবহৃত হয়। যেমন:
পুরাতন জেনারেশন হলেও অনেক কাজেই এখনো সেগুলো ব্যবহৃত হয়, যেমনঃ
📌 অনেক প্রতিষ্ঠান Bulk-ভাবে পুরাতন পিসি কিনে এই সব কাজে ব্যবহার করে — বিশেষ করে যাদের বাজেট সীমিত।
আপনি বা আপনার প্রতিষ্ঠান যদি পুরাতন প্রসেসর নিয়ে কাজ করছেন, তাহলে নিচের জেনারেশন থেকে শুরু করতে পারেন—
✅ Intel 7th Gen (Kabylake) – মিনিমাম Windows 10/11 সাপোর্ট করে
✅ Intel 8th/9th Gen – ভালো পারফর্মেন্স ও আপগ্রেডযোগ্যতা
✅ Used/Refurbished Laptop/PC কিনলেও 8th Gen এর উপরে নিন
প্রশ্নউত্তর | |
1st–6th Gen এখনো তৈরি হয়? | ❌ না, বন্ধ হয়ে গেছে |
এখনো বাজারে পাওয়া যায়? | ✅ হ্যাঁ, পুরাতন বা রিফারবিশড |
কোন দেশে চলে? | 🇧🇩 🇮🇳 🇵🇰 🇳🇬 সহ বাজেট মার্কেটে |
কী কাজে চলে? | অফিস, ব্রাউজিং, বেসিক ইউজ |
কিনবো কি না? | 🟡 শুধু বাজেট খুব কম হলে, নইলে না |
জেনারেশনকোডনেমরিলিজ ইয়ারRAM সাপোর্টস্ট্যাটাসমন্তব্য | |||||
7th Gen | Kaby Lake | 2016–2017 | DDR4 | বন্ধ (Discontinued) | Windows 10 পর্যন্ত ভালো চলে |
8th Gen | Coffee Lake | 2017–2018 | DDR4 | বন্ধ (Discontinued) | শক্তিশালী আপগ্রেড, Core সংখ্যা বেড়েছে |
9th Gen | Coffee Lake Refresh | 2018–2019 | DDR4 | বন্ধ (Discontinued) | গেমিং ও ভারী কাজেও ভালো চলে |
10th Gen | Comet Lake / Ice Lake | 2019–2020 | DDR4 | ✅ এখনও অনেক ব্যবহার করে | আধুনিক ও শক্তিশালী, Win 11 compatible কিছু মডেল |
📌 উপযুক্ত কাজ:
🔻 সতর্কতা: ভবিষ্যতে আপডেট সমস্যা হতে পারে।
📌 উপযুক্ত কাজ:
🟢 এখনো কিনলে ভালো ইনভেস্ট।
📌 উপযুক্ত কাজ:
🟢 এখনো Refurbished কেনা উপযুক্ত।
📌 উপযুক্ত কাজ:
🟢 নতুন বা রিফারবিশড কিনলে অনেক ভালো সিদ্ধান্ত।
জেনারেশনকোয়ার কোরপারফরম্যান্সOS সাপোর্টকেনা উপযুক্ত? | ||||
7th Gen | 2–4 Core | 🟡 লাইট ইউজ | Windows 10 পর্যন্ত | ❌ না, Future Proof না |
8th Gen | 4–6 Core | 🟢 ভালো | Win 10/11 কিছু কিছু | ✅ মাঝারি বাজেটে ভালো |
9th Gen | 4–8 Core | 🟢 উন্নত | Win 10/11 অধিকাংশ | ✅ শক্তিশালী কাজেও |
10th Gen | 4–8 Core | 🟢 আধুনিক | ✅ Windows 11 Supported | 🟢 Best Choice বাজেট সাপেক্ষে |
আপনার লক্ষ্যসাজেস্টেড জেনারেশন | |
শুধুই অফিস, ক্লাস, ব্রাউজিং | 8th Gen বা 9th Gen i3/i5 |
মাল্টিটাস্কিং + কিছু ভারী কাজ | i5 9th Gen বা 10th Gen |
ভবিষ্যতের কথা ভেবে কিনছেন | i5/i7 10th Gen অথবা উপরের দিকে যাওয়াই বুদ্ধিমানের কাজ |
You need to Sign in to view this feature
This address will be removed from this list